
ডাউন সিনড্রোম ব্যক্তিদের মেধা ও প্রতিভা বিকাশে PAUL
Foundation Award - 2021
- অক্টোবর মাস ডাউন সিনড্রোম সচেতনতা মাস। প্রতিবছরের মতো এবারও এ উপলক্ষে DRRA বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এবারের আয়োজন ডাউন সিনড্রোম ব্যক্তিদের মেধা ও প্রতিভা অন্বেষণে PAUL Foundation Award প্রদান।
- PAUL Foundation Award প্রদান করা হবে চিত্রাঙ্কন প্রতিযোগিতায়।
PAUL Foundation Award এর উদ্দেশ্য
- ডাউন সিনড্রোম ব্যক্তিদের দক্ষতা ও সক্ষমতার প্রতি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করা এবং তাদেরকে মূলধারায় অন্তর্ভুক্ত করা।
- ডাউন সিনড্রোম ব্যক্তিদের সুপ্ত মেধা ও প্রতিভা বিকাশে সহায়তা করা ও উৎসাহ দেয়া।
- অভিভাবকদের আস্থা, মনোবল ও ভরসা বৃদ্ধি করা
প্রতিভা অন্বেষণের বাছাই প্রক্রিয়া
বাছাই প্রক্রিয়া
- একটি নির্ধারিত সময় পর্যন্ত অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় আবেদন পত্র গ্রহণ করা।
- আবেদন পত্র সংগ্রহের পর বাছাই কমিটি কতৃক গুণগত ও পারদর্শিতার ভিত্তিতে প্রাথমিক ভাবে ১৫ জন করে বাছাই করা।
- বাছাইকৃত ছবি গুলো অভিজ্ঞ জুরি বোর্ড এর কাছে হস্তান্তর করা।
- জুরি বোর্ড যাচাই বাছাই এর মাধ্যমে ৩ জন করে বিজয়ী ঘোষণা করা।
PAUL Foundation Award এর বিষয় সমূহ
পুরস্কার বিতরণী অনুষ্ঠান
জুরি বোর্ড
চিত্রাঙ্কন বিভাগে জুরি বোর্ড সদস্য

ফারজানা আবেদীন
প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ, এস.আর.এ.সি.

নাদিরা কিরণ
বার্তা সম্পাদক, এ টি এন বাংলা

রুবাইয়াৎ সানিয়া
বিশিষ্ট চিত্রশিল্পী